বেতন কম, বেঙ্গালুরুর এক আইফোন সংস্থায় ভাঙচুর চালাল কর্মীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/12/2020   শেষ আপডেট: 12/12/2020 6:47 p.m.
বেঙ্গালুরুর উইস্ট্রন কর্পোরেশন এর ভাঙচুরের চিত্র। -

নাইট শিফ্ট শেষে প্রায় ২ হাজার কর্মী এই ভাঙচুর চালায় বলে জানা গেছে

বেঙ্গালুরুর তাইওয়ান আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন কর্পোরেশন এর কর্মীরা ভাঙচুর চালাল অফিসে। মূলত অনিয়মিত বেতনের অভিযোগ তুলেই বিক্ষোভ দেখায় কর্মীরা। সূত্রের খবর, নাইট শিফ্টের পর প্রায় ২ হাজার কর্মী ভাঙচুর চালান। অফিসের বেশ কয়েকটি গাড়িতে হামলা চালান তাঁরা। জিনিসপত্র তছনছও করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

-

কর্মীদের অভিযোগ, যে অঙ্কের বেতন তাঁদের দেওয়ার কথা ছিল, সেই পরিমাণ বেতন তাঁরা কোম্পানি থেকে পাচ্ছেনা। ইঞ্জিনিয়ারিং গ্র‍্যাজুয়েট কর্মীকে কর্তৃপক্ষের তরফ থেকে ২১ হাজার টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকার বদলে কর্মীদের ১৬ টাকা দেওয়া হচ্ছে। কাউকে কাউকে আবার ১২ হাজার টাকাও দেওয়া হয়েছে। অন্যদিকে,যারা ইঞ্জিনিয়ারিং নন, সেই কর্মীদের বেতন কমিয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। ফলে সকল কর্মচারীর পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই ভাঙচুর সংঘটিত হয়েছে।