আজ থেকে চার রাজ্যে পরীক্ষামূলক টিকাকরণ
চলবে দু দিনের ড্রাই রান
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী করোনা টিকা প্রয়োগ শুরু হবে নতুন বছরের প্রথম দু সপ্তাহের মধ্যেই। সেই অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও জারি করা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে। আর আজ থেকেই দেশের চার রাজ্যে শুরু হল পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ প্রক্রিয়া।
আরও পড়ুন
আসাম, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও পাঞ্জাবের কিছু অঞ্চলে শুরু হল এই প্রক্রিয়া। টিকা সংরক্ষণ থেকে শুরু করে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার সুরক্ষার পাশাপাশি গুরুত্ব দিয়ে দেখা হবে টিকা প্রয়োগের পর কোনোরূপ পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা। ভারতজুড়ে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম চারদিক থেকে চার রাজ্যের দুটি করে জেলা নেওয়া হয়েছে এই কাজের জন্য। অন্ধ্রের কৃষ্ণা, পাঞ্জাবের লুধিয়ানা প্রভৃতি অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। দুদিন ধরে চলবে এই ড্রাই রান প্রক্রিয়া।