জাত উল্লিখিত স্টিকার দেখলেই বাজেয়াপ্ত হবে গাড়ি, সিদ্ধান্ত ইউপি পুলিশের
এই পন্থার বিরুদ্ধে প্রথম সরব হন মহারাষ্ট্রের শিক্ষক হর্ষল প্রভু
দেশের অনেক রাজ্যেই গাড়িতে বা মোটরসাইকেলে জাতের উল্লেখ করে স্টিকার লাগিয়ে ঘোরেন। এই পন্থা সমূলে ধ্বংস করতে এবার উত্তরপ্রদেশ পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে এই ধরণের স্টিকার লাগানো গাড়ি দেখলেই বাজেয়াপ্ত করা হবে। উত্তরপ্রদেশে অহরহ এমন অনেক গাড়িতেই ব্রাহ্মণ, যাদব, জাঠ, গুর্জর, ক্ষত্রিয় ইত্যাদি জাত এর উল্লেখ করে নিজেদের আত্মগরিমায় স্টিকার লাগিয়ে রাখেন। সেই স্টিকারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাক্তি বোঝাতে চেষ্টা করেন যে সমাজে তার প্রতিপত্তি কতটা। কিন্তু এবার যোগী প্রশাসন এই জাতপাত সংক্রান্ত এই ধরনের দেমাক আর দেখানো যাবেনা।
প্রধামন্ত্রীর দফতরের নির্দেশে স্টিকার লাগানো এই গাড়ি গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তবে পন্থার বিরুদ্ধে প্রথম সরব হন মহারাষ্ট্রের শিক্ষক হর্ষল প্রভু। IGRS এ চিঠি লিখে তিনি এই বিষয়ে নালিশ জানান। সেই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তর উত্তরপ্রদেশ পুলিশকে পাঠায়। রাজ্যে এনফোর্সমেন্ট জানিয়েছে প্রতি ২০টি গাড়ি পিছু গাড়িতে এই স্টিকার দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত, সমাজবাদী পার্টির আমলে, ২০০৩-০৭ সালে এই স্টিকার জনপ্রিয়তা পায়।