উত্তরপ্রদেশে 'লাভ জিহাদ' নিয়ে পুলিশি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
পিছনে কি ভোটের খেলা?
আজকের আধুনিক দুনিয়ায় ভিন ধর্মের নারী-পুরুষের মধ্যে বিবাহ খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু গোঁড়া হিন্দুত্ববাদীদের চোখে হিন্দু মেয়ে ও মুসলমান ছেলের বিবাহ রীতিমতো অপরাধ। এ নাকি 'লাভ জিহাদ'!
উত্তরপ্রদেশে গত কয়েক বছর ধরে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি লাভ জিহাদের তত্ত্বের জোর প্রচার চালাচ্ছে। তাদের মতে, এ হল সরল হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার এক ভয়াল ষড়যন্ত্র।
এবার সে তত্ত্বে সিলমোহর লাগালেন স্বয়ং বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 28 আগস্ট রাজ্যের পুলিশ দফতরকে তিনি 'লাভ জিহাদ' রোখার কর্মসূচি তৈরির নির্দেশ দিয়েছেন।কেউ ভাবতে পারেন, উত্তরপ্রদেশে হিন্দু- মুসলিম বিবাহের ঘটনা হয়তো লক্ষ্যনীয়ভাবে বেড়ে গেছে। অথচ রাজ্যের ক্রাইম রেকর্ডের তথ্য ঠিক উল্টো কথা বলছে। রাজ্যের 75 টি জেলার মধ্যে মাত্র পাঁচটিতে এ সংক্রান্ত কেবল ন'টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে আবার পাঁচটি কেসে সংশ্লিষ্ট মেয়েরা জোর করে ধর্মান্তরিত করার কথা সরাসরি অস্বীকার করেছেন।
পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, এই ধরনের ঘটনায় সাধারণত ক্রুদ্ধ অভিভাবকরা অভিযোগ দায়ের করেন, যার সঙ্গে কোনও বিশেষ ধর্মের ষড়যন্ত্রের কোনও সম্পর্ক নেই। এ সত্য হিন্দুত্ববাদীরা তথা উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী জানেন না তা নয়, আসলে লাভ জিহাদের প্রচারের মধ্যে দিয়ে নিজেদের মতাদর্শ বিস্তারের পাশাপাশি ভোটে ফায়দা তোলাও তাদের উদ্দেশ্য বলে ওয়াকিবহাল মহলের মত।