উত্তরপ্রদেশের কাঠুরিয়া হত্যা মামলায় প্রধান অভিযুক্তকে গুলি করে খুন করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/10/2021   শেষ আপডেট: 20/10/2021 7:22 p.m.
~unsplash

প্রধান অভিযুক্তকে গুলি করে এনকাউন্টারে হত্যা করেছে জম্মু-কাশ্মীর পুলিশ

উত্তরপ্রদেশের এক কাঠুরিয়াকে হত্যা মামলার মূল অভিযুক্ত জঙ্গী আদিল ওয়ানিকে গুলি করে হত্যা করল পুলিশ। ‌ জম্মু এবং কাশ্মীর এর শোপিয়ান এলাকায় এই আততায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। ‌ বুধবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই আততায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশের তরফ থেকে। ‌ আইজিপি কাশ্মীর জানিয়েছেন, ওই জঙ্গী অর্থাৎ আদিল ওয়ানি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল। ‌ বলতে গেলে লস্কর-ই-তৈবা, দ্য রেসিস্টেন্স ফ্রন্ট জঙ্গিগোষ্ঠীর জম্মু-কাশ্মীরের শোপিয়ান এলাকার ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল আদিল।

জম্মু-কাশ্মীর পুলিশের দ্বারা একটি কর্ডন এবং সার্চ অপারেশন চালিয়ে প্রথমে জম্মু-কাশ্মীরের ওই এলাকা সম্পূর্ণরূপে সার্চ করে ফেলা হয়। সেখানে যারা যারা বাসিন্দা ছিলেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর সেখান থেকে আদিলকে সার্চ করে জম্মু-কাশ্মীর পুলিশ। ‌ কিন্তু সার্চ অপারেশন চালাতে চালাতেই হঠাৎ করে গুলি চালাতে শুরু করে দেয় আদিল। এই কারণেই পরবর্তীতে এই সার্চ অপেরেশন পরিণত হয় একটি এনকাউন্টারে। তারপরে সেই এনকাউন্টারে পাল্টা গুলি চালিয়ে আদিলকে হত্যা করে জম্মু-কাশ্মীর পুলিশ।