ভারত-চিন সীমান্ত সমস্যায় ভারতের পাশেই আমেরিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2020   শেষ আপডেট: 28/10/2020 5:15 a.m.
-twitter

শুধু চিন নয় পাকিস্থানের বিরুদ্ধেও একজোট ভারত-আমেরিকা

মার্কিন মুলুকে ভোটের দামামা বাজছে। তারই মধ্যে ভারত সফরে এলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এম্পার। বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। এই দ্বিপাক্ষিক ২-২ বৈঠকে স্বাক্ষরিত হলো ৫ টি চুক্তি। এইদিন বৈঠক থেকে চিনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আমেরিকার পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে চিন সীমান্তে যেকোনো সমস্যায় আমেরিকা ভারতের পাশে। পাশাপাশি আমেরিকা সবসময় ভারতের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সচেতন বলে দাবি করলেন পম্পেও। শুধু চিন নয় পাকিস্থানের বিরুদ্ধেও জোট বাঁধছে ভারত আমেরিকা। জঙ্গি দমনে পাকিস্থানের উপর চাপ দিতে রাজি হয়েছে দুই দেশ।

এছাড়াও এইদিন স্বাক্ষরিত হওয়া এক চুক্তি মতে, এইবার থেকে আমেরিকার কৃত্রিম উপগ্রহ থেকে সংগ্রহ করা গোপন তথ্য হাতে পাবে ভারত। ভারতের উপগ্রহের তথ্যও দেখতে পাবে আমেরিকা।