করোনাকালে মানসিক চাপ কমাতে ডার্ক চকোলেট খান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইটে তোলপাড় নেটদুনিয়া
গত ৯ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন
ভারতে করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিন যেমন সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমন বাড়ছে মৃত্যুহার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) ডক্টর হর্ষবর্ধন টুইট করে সকল দেশবাসীকে মানসিক চাপ না নিতে উপদেশ দিয়েছেন। কিন্তু তার এই টুইট নিয়ে তোলপাড় হয় গোটা নেটদুনিয়া। কিন্তু কেন? আসলে তিনি তাঁর নিজের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে যে পোস্ট করেছেন তাতে বলেছেন যে মনের ওপর চাপ কমাতে ৭০ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকোলেট অল্প পরিমাণে খান। এই কথা অনেকের পছন্দ হয়নি। অনেকেই সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছে যে কি প্রমাণ আছে যে ডার্ক চকোলেট খেলে মানসিক চাপ কমে যায়?
এই বিষয়ে অনন্ত ভান নামক এক বায়োএথিক্স গবেষক সরাসরি প্রশ্ন তুলে বলেছেন, "করোনার ক্ষেত্রে এমন বক্তব্যের কি প্রমাণ আছে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিক।" প্রসঙ্গত উল্লেখ্য, টুইটে চকোলেট ছাড়াও করোনার সময় স্বাস্থ্যমন্ত্রী একাধিক ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ ফল সবজি ইত্যাদি খেতে অনুরোধ করেছেন। সেই সাথে প্রতিদিন হলুদ মিশ্রিত দুধ দিনে একবার পান করতে পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও তার প্রস্তাবিত ডায়েট চার্টে আখরোট, অলিভ অয়েল, মুরগির মাংস, মাছ, পনির, ডিম ইত্যাদি ছিল।