প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় মিলতে পারে ১ লক্ষ ৩০ হাজার টাকার বিমা, জেনে নিন খুঁটিনাটি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/06/2021   শেষ আপডেট: 01/06/2021 11:50 a.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

কোভিড অতিমারির কালে মোদী সরকারের অর্থনৈতিক সহায়তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের অর্থনৈতিক অবস্থানের বদল ঘটাতে বিভিন্ন প্রকল্পের রূপায়ণ করেছেন। বিশেষত প্রান্তিক মানুষের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দিতে জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। এই প্রকল্পের নাম 'প্রধানমন্ত্রী জন ধন যোজনা' (PMJDY)। মোদী সরকারের প্রথম পাঁচ বছরে এই যোজনা চালু হয়েছিল। এই প্রকল্পের আওতায় একজন সাধারণ মানুষ ব্যাঙ্কে জিরো ব্যালেন্সে একটি অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছিল।

বর্তমানে জন ধন যোজনার আওতায় সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুবিধা সরাসরি পেয়ে থাকেন। গত বছর করোনা অতিমারির সময়ে মহিলাদের কেন্দ্র সরকারের তরফে ৫০০ টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি এই অ্যাকাউন্টের মারফত বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও এই অ্যাকাউন্ট যাঁদের আছে, তাঁরা কোভিড অতিমারির সময় অর্থনৈতিক সাহায্যও পেতে পারেন। দুর্ঘটনার কবলে পড়ে যদি কোন ব্যক্তি মারা যান এবং তাঁর জন ধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে তিনি এককালীন ১ লক্ষ ৩০ হাজার টাকা পেতে পারেন। দুর্ঘটনা বিমা ১ লক্ষ এবং সাধারণ বিমা ৩০ হাজার মিলিয়ে এককালীন এই ১ লক্ষ ৩০ হাজার টাকা পেতে পারেন।

উল্লেখ্য, শ্রীমোদী পূর্বেই বারবার বলেছেন, জন ধন যোজনার ফলে দেশের অর্থনৈতিক কাঠামোর বিপুল পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দেওয়া সহজ হয়েছে। এই স্কিমের মাধ্যমে একজন মানুষ একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। যেখানে টাকা জমা করা, টাকা তোলা, পার্সোনাল লোন, বিমা, সাধারণ মানুষের জন্য পেনশন সহ নানা সুবিধালাভের সুযোগ রয়েছে। যেকোন ভারতীয় তাঁর বাড়ির কাছাকাছি এই ব্যাঙ্কিং সুবিধা পেতে পারেন। পাশাপাশি সম্পূর্ণ বিনা মূল্যে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার সুযোগও রয়েছে।