কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে নির্দেশিকা জারি করলো UGC
বৃহস্পতিবারের ১৮ পাতার নির্দেশিকায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলো UGC
করোনার কারণে প্রায় ৭ মাস বন্ধ দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। এর মাঝে সমস্ত পরীক্ষা নতুন ভর্তি সবই অনলাইনে হলেও ক্লাস শুরু হওয়া বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই যাবতীয় বিষয়ে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলো UGC। ১৮ পাতার এই নির্দেশিকায় প্রধানত বলা হয়েছে:
আরও পড়ুন
- কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কলেজ কর্তৃপক্ষ। যদিও রাজ্য নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলি খোলার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
- কন্টেনমেন্ট জোনে থাকা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলা যাবে না।
- কন্টেনমেন্ট জোনে থাকা শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী কেউই যোগদান করতে পারবেন না কলেজে।
- সকলকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে উৎসাহী করতে হবে।
- সর্বদা শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে ক্লাস বা সেমিনারের পরিকল্পনা করতে হবে।
- হোস্টেল খোলা হলেও তাতে কেবল উপসর্গহীন শিক্ষার্থীরা থাকতে পারবেন। এই পরিস্থিতিতে রুম শেয়ার করা যাবে না।