প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিজিয়ন অব মেরিট সন্মান দিলেন ডোনাল্ড ট্রাম্প
ভারতকে বিশ্বশক্তি হিসেবে প্রকাশ করার আশ্বাস
ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ও আগামীতে ভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশের উৎসাহ দিতে সোমবার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিজিয়ন অব মেরিট পুরষ্কারে সন্মানিত করেন।
প্রধানত রাষ্ট্রনেতাদেরই এই লিজিয়ন অব মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু এদিন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করলেন। ব্রায়ান নিজেই এদিন ট্যুইট করে লেখেন, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক মজবুত করতে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নেতৃত্বদাতা নরেন্দ্র মোদীকে এই স্বীকৃতি দিলেন। শুধুমাত্র নরেন্দ্র মোদীই নন, একইসাথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেও এই পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের সাথে আমেরিকার এই জোটবদ্ধতা ক্রমে উন্নত হয়েছে চীনকে রোখার তাগিদেই কারণ দুই দেশের সাথেই চীনের সার্বিক সম্পর্ক খুব সুখকর নয়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সাথে মিলিত হয়ে QUAD কমিটি গঠন করেছে মার্কিন প্রশাসন যার মূল লক্ষ্যই চীনবিরোধী আগ্রাসন।