কুম্ভ মেলা এবং হিন্দুকে বদনাম করছে কংগ্রেস, বিস্ফোরক দাবি বাবা রামদেবের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 7:17 a.m.
বাবা রামদেব https://www.facebook.com/swami.ramdev

করোনা ইস্যু নিয়ে মন্তব্য করলেন বাবা রামদেব

টুলকিট ব্যবহার করে যেভাবে কুম্ভ মেলা এবং হিন্দুত্বকে কেন্দ্র করে মোদি সরকার কে বারবার কটাক্ষ করা হচ্ছে তাকে সরাসরি সামাজিক এবং সাংস্কৃতিক অপরাধের সঙ্গে তুলনা করলেন বাবা রামদেব। যোগগুরু বাবা রামদেব বললেন, দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারিশমা ক্ষুন্ন করার জন্য গোপনে টুলকিট ব্যবহার করছে কংগ্রেস। বিজেপি দাবি করেছে, এই টুলকিট কংগ্রেসের চক্রান্ত। টুলকিট তাদের হাতে এসে পৌঁছেছে বলে দাবি করেছে বিজেপি। বহু বিজেপি নেতা দাবি করেছেন, "ওই টুলকিটে বলা হয়েছে করোনার দ্বিতীয় স্ট্রেনতে মোদি স্ট্রেন হিসেবে চিহ্নিত করা হোক, যা অত্যন্ত ন্যক্কারজনক"।

এছাড়াও মহাকুম্ভকে 'সুপার স্প্রেডার' হিসেবে বার বার উল্লেখ করার কথা বলছেন সকলেই। এই টুলকিট প্রসঙ্গে বারংবার বিজেপি নেতারা সরব হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে বহু বিজেপি নেতার টুইটারে এই টুলকিট নিয়ে ঝড় তুলতে শুরু করেন। আর এবারে এই মামলা প্রসঙ্গে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব (Ramdev)। তিনি বললেন, "যারা এটা ছড়াচ্ছে তাদের আমি অনুরোধ করছি, তারা রাজনীতি করুক কিন্তু হিন্দুদের অপমান যেন না করে। এই দেশ কিন্তু এদের ক্ষমা করবে না। আমার তরফ থেকে সমস্ত জনতাকে আর্জি জানাচ্ছি, আপনারা এদের বয়কট করুন এবং এই ধরনের শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করুন।