মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ! গলায় ফল-সব্জির মালা ঝুলিয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের
এই অভিনব প্রতিবাদে সামিল ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও'ব্রায়েনের মতো প্রথমসারির তৃণমূল কংগ্রেসের সাংসদরা
অভিনব প্রতিবাদ! ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে সংসদের গান্ধীমূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদদের। বৃহস্পতিবার সকালে দিল্লির (Delhi) সংসদ ভবনের সামনে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা গলায় ফল-সব্জির মালা ঝুলিয়ে প্রতিবাদ করলেন। হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে তৃণমূলের সাংসদদের স্পষ্ট দাবি, বাজেট অধিবেশন শেষ হলেও মূল্যবৃদ্ধি নিয়ে কোন আলোচনাই হয়নি।
এদিন সংসদ ভবনের সামনে গান্ধীমূর্তির পাদদেশে উপস্থিত ছিলেন তৃণমূলের কংগ্রেসের একঝাঁক প্রথমসারির সাংসদ। উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও'ব্রায়েন, সুস্মিতা দেব, দোলা সেন প্রমুখ। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, 'ফুয়েল চোর গভর্নমেন্ট', কিংবা কারও হাতে 'জনবিরোধী মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে'। সকাল সকাল তৃণমূল কংগ্রেসের সাংসদদের এমন অভিনব প্রতিবাদে রীতিমতো সরগরম সংসদ চত্বর।
এদিন ছিল সংসদে বাজেট অধিবেশনের শেষ দিন। শুরু থেকেই যথেষ্ট হইহট্টগোল দেখা যায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সংসদের দুই কক্ষই। এরপরেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ ভবনের সামনে এমন অভিনব বিক্ষোভে সামিল হয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ক্রমাগত বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। তারফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম। নাভিশ্বাস অবস্থা আমজনতার। চলতি বাজেট অধিবেশনে এই নিয়ে কোন আলোচনাই হয়নি বলে দাবি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) গতকাল এক টুইট বার্তায় এমন অভিযোগই করেছিলেন। তিনি বলেছিলেন, সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে এক মিনিটেরও আলোচনা হয়নি। আর তারপর আজ সকালে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদে সামিল হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদদের।