আজ থেকে নতুন সময়সূচী মেনে চলবে বেশ কয়েকটি ট্রেন
কোথায় কী পরিবর্তন হল, দেখে নিন একনজরে
আজ থেকে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচীতে পরিবর্তন হচ্ছে। এই ট্রেনগুলি কলকাতা, হাওড়া বা শালিমার স্টেশন থেকে ছাড়ে। দেখে নেওয়া যাক কোন স্টেশন থেকে কোন ট্রেন রওনা হবার সময়সূচী পরিবর্তিত হয়েছে,
হাওড়া-কাঠগোদাম স্পেশাল ট্রেন - এটির কাঠগোদাম স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ৯:২৫ যা এখন থেকে ৯:০০ তেই পৌঁছাবে।
হাওড়া-লালকুয়ান স্পেশাল ট্রেন - এটি আগে সকাল ৬:৫৫ তে লালকুয়ান পৌঁছাত। বর্তমানে ৭টা বাজবে।
গোরখপুর-কলকাতা স্পেশাল ট্রেন - এটি গোরখপুর থেকে সকাল ১১:৩০ মিনিটের বদলে আরেকটু এগিয়ে সকাল ১১:২৫ মিনিটে ছাড়বে। এবং গোরখপুর থেকে গোরখপুর-শালিমার স্পেশাল ট্রেনটি গোরখপুর থেকে দুপুর ১:৫০ মিনিটে রওনা হবে।
নিউদিল্লি কাঠগোদাম স্পেশাল ট্রেন - কাঠগোদাম পৌঁছাতে এটির নির্ধারিত সময় সকাল ১১:৫৫ মিনিট। কিন্তু এখন থেকে ১১:৪০ মিনিটেই কাঠগোদাম পৌঁছে যাবে।
জম্মু তাওয়াই কাঠগোদাম স্পেশাল ট্রেন - এতদিন কাঠগোদাম পৌঁছাতো দুপুর ২:৫৫ মিনিটে। এখন থেকে ২:৪০ মিনিটেই পৌঁছে যাবে।
আরও বেশ কয়েকটি ট্রেনের সূচী বদল হবে, যা খুব শীঘ্রই প্রকাশিত হবে রেলের অফিশিয়াল ওয়েবসাইটে, জানাচ্ছেন রেলকর্তারা। যে ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলো পুণরায় চালানোর কথা ভাবা হচ্ছে। ট্রেনের ভাড়াতেও কিছু পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে কারণ স্পেশাল ট্রেনের নম্বর থেকে শূণ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।