"প্রধানমন্ত্রী ও ভেন্টিলেটরের মধ্যে অনেক মিল" মন্তব্য রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/05/2021   শেষ আপডেট: 17/05/2021 5:41 p.m.
রাহুল গান্ধী instagram.com/rahulgandhi

পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা ভেন্টিলেটর গুলি ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ রাহুল গান্ধীর

সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ফের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোভিড মোকাবিলায় কেন্দ্র সরকার ব্যর্থ, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভিড চিকিৎসার প্রয়োজনীয় উপাদান ভেন্টিলেটরের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেন, কোভিড চিকিৎসায় ভেন্টিলেটার যেমন কাজ করছে না, ঠিক তেমনি প্রধানমন্ত্রীও কাজ করছেন না।

পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা ভেন্টিলেটর পাঞ্জাবের ফরিদকোটের এক হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও সেগুলোর অধিকাংশই অকেজো বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে নির্দেশ পাঠিয়েছেন রাজ্যগুলিতে পাঠানো ভেন্টিলেটর এবং অন্যান্য সামগ্রী যত দ্রুত সম্ভব কাজে লাগাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সেগুলো ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে। এমন অবস্থায় রাহুল গান্ধী মন্তব্য করেছেন রাজ্যে পাঠানো ভেন্টিলেটর গুলি প্রধানমন্ত্রীর মতো কোনো কাজই করছে না।

উল্লেখ্য, গত সপ্তাহে রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেছিলেন ভ্যাকসিন, অক্সিজেন, ওষুধের মতো প্রধানমন্ত্রীও নিরুদ্দেশ। অথচ প্রধানমন্ত্রীর ভিস্তা প্রকল্প, ওষুধপত্রের জিএসটি এবং প্রধানমন্ত্রীর ছবি দেশজুড়ে। সোমবারের রাহুল গান্ধীর এই মন্তব্যে আবারও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হল বলছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ।