নতুন স্ট্রেনে WHO বি.১.৬১৭ প্রজাতির ভাইরাসের সঙ্গে 'ভারতীয়' শব্দটি ব্যবহার করেনি, দাবি ভারত সরকারের
এই প্রজাতির ভাইরাসটি ইতিমধ্যেই বিশ্বের ৪৪ টি দেশে ছড়িয়ে পড়েছে
কোভিড-১৯-র বি.১.৬১৭ প্রজাতির ভাইরাসটির প্রথম সন্ধান ভারতে পাওয়া গেলেও 'ভারতীয় প্রজাতি'র ভাইরাস কথাটিতে আপত্তি জানিয়েছে ভারত সরকার। শুধু তাই নয়, এই ভাইরাসটি বিশ্বের ৪৪ টি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এর সংক্রমণ ক্ষমতা অতি দ্রুত থাকায় এই ভাইরাসকে 'অতি উদ্বেগজনক' তকমা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ভারত সরকারের দাবি, সেখানে 'ভারতীয়' শব্দের উল্লেখ ছিল না। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর ভারত সরকার দাবি করেছে ৩২ পাতার এই রিপোর্টে কোথাও 'ভারতীয়' শব্দটির উল্লেখ নেই।
প্রসঙ্গত, সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল ভারতে বি.১.৬১৭ প্রজাতির ভাইরাসটি প্রথম সন্ধান মেলে অক্টোবরে। এই প্রজাতির ভাইরাসটি অতি সংক্রামক। এমনকী ভ্যাকসিন নেওয়া থাকলেও এই ভাইরাসটি দ্রুত ছড়ায়। ইতিমধ্যে বিশ্বের ৪৪ টি দেশে এই প্রজাতির ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। ভারত সরকারের দাবি এই রিপোর্টে কোথাও 'ভারতীয়' শব্দটির উল্লেখ নেই। ভারত সরকার জানিয়েছে বি.১.৬১৭ এই প্রজাতির ভাইরাসটি বিশ্বের জন্য 'উদ্বেগজনক' কিন্তু এই প্রজাতির ভাইরাসকে 'ভারতীয়' বলায় আপত্তি রয়েছে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ৩২ পাতার রিপোর্টে কোথাও 'ভারতীয়' শব্দটি ব্যবহার করেনি।