প্রতিবাদের ফল! ধূমপানে বাধা দেওয়ায় মহিলা পেলেন ঘুসি
মূল অভিযুক্ত গ্রেফতার, যদিও পরে জামিনে মুক্ত
অটোতে বসে ধূমপান করার প্রতিবাদ করতেই নির্মমভাবে মার খেতে হল একজন মহিলাকে। ঘটনাটি হরিয়াণার গুরগাঁও-র। নিগৃহীতা মহিলার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও জামিন পেয়েছেন মূল অভিযুক্ত, পুলিশ সূত্রে খবর।
ঠিক কী ঘটেছিল এদিন? গুরগাঁও-র একটি বেসরকারি হাসপাতালে কর্মরতা একজন মহিলা সুমন লতা দেবী কাজের শেষে অটোতে ফিরছিলেন। গ্রিনউড সিটির সেক্টর ৪৬-এ এক যুগল সেই অটোতে ওঠেন। আর মূল অভিযুক্ত বাসু সিং অটোতে উঠে ধূমপান শুরু করেন। প্রাথমিক পর্যায়ে সুমন লতা দেবী অটোর মধ্যে ধূমপান করতে নিষেধ করেন। তাতেও অভিযুক্তের কোন ভ্রূক্ষেপ না থাকায় তিনি সিগারেটটি মুখ থেকে নিয়ে বাইরে ফেলে দেন। আর তাতেই অভিযুক্ত বাসু সিং সেই মহিলার মুখে সজোরে ঘুসি মারেন। তাতে নাক কেটে গলগল করে রক্ত বেরোতে থাকে।
এই ঘটনার পর অটোওয়ালা গাড়ি থামিয়ে নিগৃহীতা মহিলার বাড়িতে এবং পুলিশে খবর দেন। তৎক্ষনাৎ স্থানীয় থানার পুলিশ এসে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৫ এবং ৫০৯ ধারা মতে মামলা রুজু করা হয়েছে। যদিও গ্রেফতারের পর মূল অভিযুক্ত জামিনে ছাড়া পেয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।