রবিবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/06/2021   শেষ আপডেট: 27/06/2021 9:04 a.m.

ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তদন্ত শুরু হয়েছে

রবিবার ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল জম্মু বিমানবন্দর (Jammu Airport)। সূত্রের খবর, বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়া থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরাল ছিল যে প্রায় এক কিলোমিটারের বেশি জায়গা জুড়ে এই বিস্ফোরণের তীব্রতা বোঝা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক টিম। যদিও হতাহতের কোন খবর নেই। তবে ২ জন গুরুতর আহত বলে সূত্রের খবর। রাত ২ টো নাগাদ পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকী ঘটনার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় গোটা জম্মু অঞ্চলে চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, এই ঘটনার পর এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক। জম্মুর নারওয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার সঙ্গে এই জঙ্গির কোন সম্পর্ক আছে কীনা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে সম্প্রতি জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেয়েছে সেনা। জম্মু-কাশ্মীরের সোপারে এলাকায় রাতভর গুলিবর্ষণে ৩ লস্কর জঙ্গির শীর্ষ স্থানীয় জঙ্গিকে খতম করে সেনা। এরপর থেকেই কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রবিবার ভোররাতের এই ঘটনায় রীতিমতো ঘুম ছুটেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। এখনও ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ইতিমধ্যেই বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক টিম ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগের কারণও থাকতে পারে মনে করছেন ওয়াকিবহাল মহল।