জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা, খতম ৩ জঙ্গি
পাক মদদপুষ্ট এই 'আলবদর' জঙ্গি সংগঠনের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে
ফের জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীর উপত্যকায় খতম হয়েছে পাক মদদপুষ্ট 'আলবদর' জঙ্গি সংগঠনের ৩ কুখ্যাত জঙ্গি। আর ১ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে সূত্রের খবর। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে।
বিশেষ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তৈরি হয় এই জঙ্গি দলের। দীর্ঘসময় গুলির লড়াইয়ের পর জঙ্গি সংগঠনের ৩ জন সদস্য খতম হয়। জম্মু-কাশ্মীরের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে এই সংঘর্ষের কথা। আরো জানা গেছে, তৌসিফ আহমেদ নামে ১ জনকে জঙ্গি আত্মসমর্পণ করেছে। এই ৪ জন জঙ্গি দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জম্মু কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বারবার অভিযানে গত কয়েকদিনে বড় সাফল্য এসেছে। তারপরও লাগাতার জঙ্গি আক্রমণে চিন্তিত ভারতীয় গোয়েন্দা সংস্থা। গত মার্চে জঙ্গি সংগঠন আলবদরের প্রধান গানি খোয়াজা নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়। আর তারপর থেকে আলবদর জঙ্গি সংগঠন প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলে সূত্রে খবর। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছে, আলবদর সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করছে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে এসে বড়সড় হামলার ছক তৈরি করছে আলবদর জঙ্গী সংগঠন। তবে বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার তরফে বড় সাফল্য এল।