ভারতের স্বর বিশ্বের দরবারে পৌঁছে দিতে আন্তর্জাতিক চ্যানেল তৈরির ভাবনায় কেন্দ্র
বিশ্বের কাছে ভারতের ইতিহাস, ভৌগোলিক পরিচয়, জাতীয় ও রাজ্যস্তরের ঘটনা তুলে ধরতে বিবিসির আদলে এই উদ্যোগ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পৃথিবীর বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমন অবস্থায় প্রসার ভারতী ভারতের পরিচিতি বিশ্বের কাছে পৌঁছে দিতে একটি আন্তর্জাতিক চ্যানেল তৈরীর পরিকল্পনা করেছে। প্রসার ভারতী সূত্রে জানা গেছে, এই ভাবনা হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ কয়েক বছর ধরে অনেক রূপরেখা তৈরি করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফিল্ড রিসার্চের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। এই নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে বলে খবর।
ডিডি ন্যাশনালের অনুকরণে তৈরি করা হবে ডিডি ইন্টারন্যাশনাল। গোটা বিশ্বের কাছে ভারতের উপস্থিতি এবং ভারতের ঐতিহ্যপূর্ণ ইতিহাস তুলে ধরতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। গত মে মাসের ১৩ তারিখ এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট প্রসাদ ভারতীর কাছে জমা পড়েছে। যার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, 'ভারতের স্বর বিশ্বের কাছে পৌঁছে দেওয়া'। টেন্ডারে বলা হয়েছে, ভারতের বর্তমান জাতীয় এবং রাজ্যস্তরে ঘটা বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের জাতীয় ইতিহাস, ভৌগোলিক পরিচয়, দেশের উন্নয়নসূচক বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। ডিডি ইন্ডিয়ার আদলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পরিচয় তুলে ধরা হবে বলে জানিয়েছে প্রসার ভারতী।
দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এমন অবস্থায় এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সংবাদ পরিবেশন করছে না। প্রসার ভারতী সূত্রের খবর, এই পরিকল্পনা বেশ কয়েক মাস ধরে চলছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ হলেও পুনরায় এই নিয়ে কাজ শুরু হয়েছে। বিবিসির আদলে তৈরি করা হবে এই পরিকল্পনা। বিশ্বের কাছে ভারতের স্বর পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।