দেশের জেলাগুলিতে ৬-৮ সপ্তাহের লকডাউন সুপারিশ করল আইসিএমআর
১০ শতাংশের বেশি সংক্রমনের ঘটনা ঘটা জেলাগুলিতে লকডাউনই বিকল্প, মন্তব্য আইসিএমআর-এর
শহরাঞ্চল ছাড়িয়ে এবার করোনার চোখ রাঙ্গানি গ্রামাঞ্চলেও থাবা বসিয়েছে। এখনই গ্রাম ভারতে ৬-৮ সপ্তাহের টানা লকডাউন না করলে সামনে বড় বিপদ আসতে চলেছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিজি বলরাম ভার্গব। আইসিএমআর-এর প্রধান এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন দেশের ৭১৮ টি জেলার মধ্যে যে জেলাগুলিতে ১০ শতাংশের বেশি সংক্রমনের ঘটনা ঘটছে, সংক্রমণের রাশ টানতে লকডাউনকেই বেছে নিতে হবে। তা নাহলে এই অতিমারির প্রকোপ আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।
গতবারের লকডাউনের ফল চিন্তা করে মোদী সরকার দেশজুড়ে লকডাউনের পথে হাঁটেনি, বরং রাজ্যগুলিকে সে সিদ্ধান্তের স্বাধীনতা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য লকডাউনের পথে হাঁটলেও জেলাগুলিতে লকডাউন তুলনায় শিথিল। এমন অবস্থায় যেসব জেলাগুলিতে করোনা সংক্রমণ ১০ শতাংশের বেশি সেসব জায়গায় আগামী ৬-৮ সপ্তাহ লকডাউন না থাকলে 'চরম দুর্যোগ' আসতে চলেছে বলে মন্তব্য করেছেন আইসিএমআর প্রধান। মোদী সরকার গ্রামীণ অর্থনীতির কথা চিন্তা করে সে পথে হাঁটেনি, তবে আগামী দিনে সে পথে না গেলে বড় বিপদের মুখোমুখি হতে চলেছে দেশ বলে মন্তব্য করেছেন আইসিএমআর কর্তা।