অনলাইন নয়, অফলাইনেই ICSE এবং ISC-র প্রথম সেমেস্টারের পরীক্ষা
কোভিড বিধি মেনে নিজের স্কুলে বসেই পরীক্ষা, নতুন সূচি প্রকাশ
সিবিএসই-র (CBSE) পথেই হাঁটল আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) বোর্ড। অনলাইন নয়, অফলাইনেই হবে প্রথম সেমেস্টারের মূল্যায়ন। নিজের স্কুলে বসে পড়ুয়া পরীক্ষা দিতে পারবেন। গতকাল রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাল কাউন্সিল।
চলতি সপ্তাহে আচমকাই স্থগিত হয়ে যায় আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা। মঙ্গলবার এক বিবৃতি মারফত এই ঘোষণা করেন কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ গেরি অ্যারাথুন। ফের কবে এই পরীক্ষা হবে কিংবা কীভাবে হবে সেসব বিষয়ে বোর্ড কিছুই ঘোষণা করতে পারেনি। তবে গতকাল এক বিবৃতি মারফত বোর্ডের তরফে জানানো হয়েছে, অনলাইন নয় অফলাইনেই পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে, তাও আবার নিজের স্কুলে গিয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইসিএসই দশমের পরীক্ষা শুরু হবে ২৯ নভেম্বর, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে আইএসসি দ্বাদশের পরীক্ষা শুরু ২২ নভেম্বর, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। অনলাইন মাধ্যম বাদ দিয়ে আচমকাই অফলাইনে পরীক্ষা নেওয়ার কারণ কী? বোর্ড সূত্রে খবর, বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট সংযোগের সমস্যার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল আগামী ১৫ নভেম্বর থেকে আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। দশমের পরীক্ষা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। দশমের পরীক্ষা সকাল ১১ টা থেকে এবং দ্বাদশের পরীক্ষা দুপুর ২ টো থেকে হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই স্থগিত হয়ে যায় এই বোর্ডের পরীক্ষা। পড়ুয়াদের কাছে কোন কারণও স্পষ্ট ছিল না। এমন আচমকা পরীক্ষা স্থগিত হওয়ার কারণে পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এবার ফের বিজ্ঞপ্তি দিয়ে নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। আর অনলাইন নয়, অফলাইনেই পরীক্ষার কথা জানানো হয়েছে।