পরের বিধানসভা অধিবেশনেই পাশ হবে গরু সুরক্ষা বিল
রাজ্যের বাইরে যাবে না কোনো গরু, ঘোষনা রাজ্যপালের
এদিন শনিবার আসামের (Assam) রাজ্যপাল জগদীশ মুখী (Jagdish Mukhi, Governor) বলেছেন, রাজ্যের বাইরে পশুর পরিবহন ব্যবস্থা নিষিদ্ধ করতে সরকার আগামী বিধানসভা অধিবেশনে (Assembly Session) একটি গরু সুরক্ষা বিল (Cow Protection Bill) আনার পরিকল্পনা করছে।
আরও পড়ুন
১৫তম আসাম বিধানসভার প্রথম অধিবেশনকে সম্বোধন করে আসামের রাজ্যপাল আরও বলেছেন, লোকেরা গরুকে একটি পবিত্র প্রাণী হিসাবে বিবেচনা করে শ্রদ্ধা ও পুজো করে। গরুর উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি। তাই পশুপাখির সুরক্ষার্থে একটি বিল প্রণয়ন হবে। এবং এই বিলের নিয়ম অমান্য করলেই তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমনটাই জানা গেছে এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে।