নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দিল বাস, মৃত ৬
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের পিষে দিয়ে গেল একটি ইলেকট্রিক বাস (Electric Bus)। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ১২ জন। ঘটনাটি কানপুরের (Kanpur)।
ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, একটি ইলেকট্রিক বাস হঠাৎ-ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়ি এবং মানুষদের ধাক্কা মেরে পিষে দেয়। এই বাস দুর্ঘটনায় তিনটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। এমনকী বাসটি রাস্তার পাশে থাকা একটি ট্র্যাফিক বুথকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। অবশেষে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কয়েক জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পূর্ব কানপুরের ডেপুটি কমিশনার অব পুলিশ প্রমোদ কুমার বলেছেন, ঘটনার পর বাস ড্রাইভার চম্পট দিয়েছে। তার খোঁজ শুরু হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (Ram Nath Kovind) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "কানপুরের বাস দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে শোকাহত। ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনদের আমার সমবেদনা রইল। আশা করছি আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।"
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, "কানপুরের দুঃখজনক পথ দুর্ঘটনার খবর পেয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা থাকল। ভগবানের কাছে প্রার্থনা করি আহতরা যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন।"