Tejas Express : ট্রেন লেটের ঘটনায় যাত্রীদের ক্ষতিপূরণ দেবে IRCTC

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/08/2021   শেষ আপডেট: 25/08/2021 12:18 p.m.
তেজস এক্সপ্রেস https://twitter.com/IRCTCofficial

ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ৪.৫ লক্ষ টাকা

ট্রেন লেট ভারতীয় রেলের নিত্যনৈমিত্তিক ঘটনা। এ কোন নতুন ব্যাপারও নয়। বিভিন্ন কারণে ট্রেন লেটের এই ঘটনা অহরহ ঘটতেই থাকে। তবে অতীতের এই ঘটনাগুলোর যে বদল ঘটতে চলেছে, তার ইঙ্গিত মিলবে এই ঘটনায়। এবার থেকে যাত্রীদের 'অন টাইম' পৌঁছে দিতে বদ্ধপরিকর ভারতীয় রেল (IndianRailway)। সেই উদ্যোগকে সফল করতে ভারতীয় রেলের এই পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।

সূত্রের খবর, তেজস এক্সপ্রেস (Tejas Express) ২ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছানোয় এবার আইআরসিটিসির তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। মোট ২০৩৫ জন যাত্রী এই ক্ষতিপূরণের তালিকায় আছেন। ক্ষতিপূরণের অঙ্কও চোখে পড়ার মতো। প্রায় ৪.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে যাত্রীদের। এ ঘটনা ভারতীয় রেলের ইতিহাসে উল্লেখযোগ্য তো বটেই। এতদিন ভারতীয় রেলের দেরি নিয়ে অভিযোগের পাহাড় জমছিল। যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার অভিযোগ করে আসছিলেন। তবে এ ঘটনায় যাত্রী দুর্ভোগের ঘটনা কমতে পারে বলে ধারণা করেছেন ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, গত শনিবার ও রবিবার তেজস এক্সপ্রেসের দু'টি ট্রেন দেরিতে চলে। ভারি বৃষ্টির প্রতিকূলতায় নয়া দিল্লি রেল স্টেশনে সিগন্যাল সমস্যায় আটকে পড়ে একটি তেজস এক্সপ্রেস। যার ফলে অন্তত ২ ঘন্টা দেরিতে পৌঁছায় সেই ট্রেন। এরপর রবিবার লখনউ দিল্লি তেজস এক্সপ্রেসও প্রায় এক ঘন্টা দেরিতে পৌঁছায়। যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আইআরসিটিসি। এই বাবদ রেলের খরচ হবে প্রায় ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। হয়তো এবার থেকে ভারতীয় রেল থেকে 'লেট' কথাটি উঠতে চলেছে, মনে করছেন ওয়াকিবহাল মহল।