ভোটের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার বদল, কে আসছেন সুনীল অরোরার পরিবর্তে?
সোমবার সুনিল আরোরা তার পদত্যাগপত্র পেশ করেছেন
বাংলা নির্বাচন চলাকালীন মেয়াদ শেষ হলো মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ অরোরার। তার জায়গায় দায়িত্ব নিতে চলেছেন সুশীল চন্দ্র। ১৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার নতুন দায়িত্ব গ্রহণ করবেন সুশীল। গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুদিপ অরোরা। তারপরে মাত্র ১৪ মাসের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার পদে মনোনীত হয়েছিলেন। ২০১৮ সালে ওপি রাওয়াতের পরে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। বাংলার ভোট গ্রহণের দিন এক প্রকার জানিয়েছিলেন তার বেশ কিছু কথা।
তিনি জানিয়েছিলেন, "মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে হয়তো এটাই আমার শেষ কাজ। এবং শেষ সাংবাদিক বৈঠক।" ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইনি। যদিও তার কার্যকালে বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলেছেন। আবার ভিবিপ্যাটের ব্যবহার তিনি ব্যাপক হারে শুরু করেছিলেন। বিষয়টি হলো, সুদিপ অরোরার কার্যকাল নির্বাচন কমিশনের ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল অধ্যায় হিসেবে পরিচিত।