হাথরসের নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তলব করল সুপ্রিম কোর্ট
নির্যাতিতার পরিবার উকিল নির্বাচন করতে পারবে বলে জানাল সুপ্রিম কোর্ট
এদিন, মঙ্গলবার হাথরাস গণধর্ষণ কান্ডে মৃতা কিশোরীর পরিবারের সুরক্ষার বিষয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। নির্ধারিত হলফনামায় নির্যাতিতার পরিবারের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ্য। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যে ইউপি সরকার যেন নির্যাতিতার পরিবারকে জানিয়ে দেয় যে তারা নিজেরা এই মামলা লড়ার জন্য উকিল নির্বাচন করতে পারে।
আরও পড়ুন
অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ কোর্টকে জানিয়েছেন যে কোর্ট যেন তাৎক্ষণিকভাবে ভাবে মৃতার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করে। এবং তারা কোন NALSA ছাড়া বাইরের কোন উকিল নেবে না। সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, যে নির্যাতিতার পরিবার ইতিমধ্যে যথেষ্ট সুরক্ষিত আছে।