"প্যালেস্তাইনকে সমর্থন করা কোনো অপরাধ হতে পারে না" কাশ্মীরে দুজনকে গ্রেফতারির বিরুদ্ধে সরব মেহবুবা মুফতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/05/2021   শেষ আপডেট: 17/05/2021 12:19 p.m.

অভিযুক্তরা প্যালেস্তাইনকে সমর্থনের মধ্য দিয়ে উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছিল, দাবি কাশ্মীর পুলিশের

ইজরায়েল প্যালেস্তাইন সংঘর্ষে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সব তরফ থেকে শান্তি ফেরানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে কাশ্মীরের পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। এই ঘটনা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, "প্যালেস্তাইনকে সমর্থন করা কোনো অপরাধ হতে পারে না।" যদিও কাশ্মীর পুলিশের দাবি অভিযুক্তরা হিংসায় উস্কানি দিচ্ছিল।

সূত্রে খবর, গ্রেফতার করা শিল্পী মুদাসির গুল একটি গ্র্যাফিত্তি তৈরি করেছিলেন 'আমরা প্যালেস্তাইন' লিখে। অন্যদিকে আর একজন মুসলিম ধর্মগুরু সর্জন বরকতি স্থানীয় এক মসজিদে প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার নিন্দা করেছিলেন। ইজরায়েল প্যালেস্তাইনের মতো 'অতি উদ্বেগজনক' ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও মেহেবুবা মুফতি বলেছেন, "সারা বিশ্বের মানুষ প্যালেস্তাইনের উপরে ইজরায়েলের নৃশংসতার নিন্দা করছে। কিন্তু কাশ্মীরে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ! এক শিল্পী ও এক ধর্মগুরুকে আটক করা হয়েছে কেবল প্যালেস্তানিদের সমর্থন করায়।’’ তিনি আরও দাবি করেছেন, কাশ্মীরে এগুলো তো চলতেই থাকে। 'কাশ্মীর তো মুক্ত আকাশের নীচে কারাগার।'

উল্লেখ্য, গ্রেফতার হওয়া ধর্মগুরুর বিরুদ্ধে আগেই ভারত বিরোধী ভাষণ দেওয়া এবং মিছিল বার করার অভিযোগে গ্রেফতারির ঘটনা ঘটেছিল। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, প্যালেস্তাইনের প্রসঙ্গ তুলে মানুষকে উস্কানি দেওয়া এবং শান্তির পরিবেশ নষ্ট করার অভিযোগে এই গ্রেফতারি।