এবার কেরোসিনও ভর্তুকিহীন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2021   শেষ আপডেট: 03/02/2021 1:44 p.m.
কেরোসিন

'২১-'২২ অর্থবর্ষের জন্য কেরোসিন-খাতে এক টাকাও বরাদ্দ রাখেনি কেন্দ্র

কেরোসিন ক্রয়ের ক্ষেত্রে এতদিন যে কেন্দ্রের ভর্তুকি পাওয়া যেত, তা উঠে যেতে বসেছে। আগামী মে মাস থেকে কেরোসিনের জন্য আর পাওয়া যাবেনা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি। এদেশের বিপুল পরিমাণ মানুষের নিত্যব্যবহার্য এই জ্বালানির ওপর ভর্তুকি তুলে নেওয়ায় সমস্যায় পড়বেন অনেকেই, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে কেবলমাত্র রান্নার গ্যাসের জন্যই সাবসিডি দেওয়া চালু রেখেছে সরকার, যদিও গত অর্থবছরের তুলনায় অর্ধেক‌ করা হয়েছে।

এর আগে ২০১০-এ পেট্রোল ও ২০১৪ তে ডিজেলের মূল্যের ওপর থেকে সরকারের সমস্ত নিয়ন্ত্রণ উঠে যায়। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামার ওপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম নির্ধারিত হয় এদেশে। এবছরে অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষের জন্য এই কেরোসিনের খাতে কোনো অর্থ বরাদ্দ রাখেনি কেন্দ্রীয় সরকার। অতএব আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার ওপরই এবার নির্ভর করবে কেরোসিনের দাম। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর কেরোসিনের দাম ১৩.৯৬ টাকা থাকলেও চলতি বছরে তা ৩.৮৭ টাকা বেড়েছে। রাজ্যে এই মুহূর্তে প্রতি লিটার কেরোসিনের দাম ৩৬.১২ টাকা।