৬৫ টাকায় আর মিলবেনা হায়দ্রাবাদী বিরিয়ানি !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 11:31 a.m.
-

সংসদীয় ক্যান্টিনে এখন থেকে ভর্তুকিহীন ভোজন

সস্তায় পুষ্টিকর ভোজবাজির দিন গেল। সংসদীয় ক্যান্টিনে কোনো প্রকার খাওয়াদাওয়ার জন্যই আর ভর্তুকি দেবেনা কেন্দ্র। লোকসভার স্পিকার ওম বিড়লা এদিনের বাজেট অধিবেশন শুরুর আগেই একথা ঘোষণা করলেন। ফলে এখন থেকে সাংসদ ও সংসদীয় কর্মীদের জন্য ইতিহাস হয়ে গেল ৩৫ টাকার ভেজ থালি বা ৬৫-র হায়দ্রাবাদী বিরিয়ানি।

এর আগেও সাংসদদের যথেষ্ট বেতনব্যবস্থা থাকা সত্ত্বেও ক্যান্টিন থেকে সর্বোচ্চ ৮০% ছাড়ে খাবার পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। ২০১৩-১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী সংসদের চারটি ক্যান্টিনে ভর্তুকির অঙ্ক ১৪ কোটি টাকা। তাই এবার শেষমেশ বছরে প্রায় ৮ কোটি টাকা সাশ্রয়ের তাগিদে তুলে নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি। এর ফলে খাবারের দাম দেড় গুণ বৃদ্ধি পেতে পারে। আগামী ২৯ শে জানুয়ারি বাজেট অধিবেশনের দিন থেকে আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

আগামী ৩০শে জানুয়ারি প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের আগেই স্পিকার ওম বিড়লার তত্ত্বাবধানে বেশ কিছু নতুন নিয়মনীতি ঘোষিত হয়েছে। করোনা পরীক্ষার নিয়মাবলী ও অধিবেশনের সময়বিধি নতুন করে ঘোষণা হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যসভা ও বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত লোকসভার কাজের সময় ধার্য হয়েছে। আগামী ২৭ ও ২৮শে জানুয়ারি RT-PCR পদ্ধতিতে প্রত্যেক সাংসদ ও তার পরিবারের করোনা পরীক্ষা হবে।