করোনা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে পদক্ষেপ নেবে না প্রশাসন, রায় সুপ্রিম কোর্টের
নাগরিকদের মত প্রকাশ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
করোনা ত্রাসে অতিষ্ঠ গোটা ভারতবাসী। প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। সংক্রমণ যত বাড়ছে ততোই অব্যবস্থা দেখা যাচ্ছে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায়। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। একাধিক রাজ্যে হাসপাতালের বেড বা অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় মানুষ দুর্দশার কথা পোস্ট করতেই পারে এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। আসলে আজ শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে স্বতপ্রণোদিত একটি মামলা হয়েছিল। কারণ কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটি আজব ঘটনা ঘটে। এক যুবক অক্সিজেনের ঘাটতি আছে বলে টুইটারে পোস্ট করলে তাকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট।
আজকের মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন যে, "যেকোনো নাগরিক সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে সমালোচনা করতেই পারে। সেটি ভুল তথ্য বলে বাতিল করা যাবে না। বা কখনোই তথ্য চেপে দেওয়া যাবে না। এই ধরনের সমালোচনা বিরুদ্ধে রাজ্য সরকার প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারবে না। আর যদি তারা পদক্ষেপ নেয় তাহলে আদালতের অবমাননা করার মামলা হবে।"এছাড়াও আজ সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় টিকাকরন এবং অক্সিজেন সরবরাহ নিয়ে প্রশ্ন তোলা হয়।