হাথরাস কাণ্ডে সাসপেন্ড করা হলো এসপি, ডিএসপি সহ দুই পুলিশকর্মীকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/10/2020   শেষ আপডেট: 02/10/2020 11:50 p.m.
twitter @aisa_tweets

সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগ ঢাকতে এমন সিদ্ধান্ত?

হাথরাসের ঘটনায় শুরু থেকেই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে। প্রথমে ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করা। তারপর নির্যাতিতাকে অমন ক্ষতবিক্ষত অবস্থায় দেখেও ধর্ষণ হয়েছে বলে মানতে না চাওয়া। তার থেকেও ভয়ঙ্কর মৃতদেহ নিয়ে তৈরি হওয়া বিতর্ক। পুলিশ জোর করে তড়িঘড়ি সৎকার করে দেয় ওই দেহ।

এতকিছু ঘটা সত্বেও, সবটা জেনেও যোগী সরকারের নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠছিল প্রতি মুহূর্তে। অবশেষে বিশেষ একটি তদন্তকারী দল তৈরি করে তাদের হাতে তদন্তভার তুলে দেয় সরকার। সেই দলের পেশ করা রিপোর্টের ভিত্তিতেই শুক্রবার সাসপেন্ড করা হলো হাথরাসের পুলিশ সুপার, ডিএসপি সহ দুই পুলিশকর্মীকে।

সারাদেশ জুড়ে চলছে প্রতিবাদ। আর সেটা কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান ছেড়েও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগ ঢাকতেই এই সাসপেনশনের সিদ্ধান্ত বলে মনে করছেন বিক্ষোভকারীরা।