মহারাষ্ট্র রাজনৈতিক তরজা: বিদ্রোহী মন্ত্রীদের ২৪ ঘন্টার মধ্যে বরখাস্তের ঘোষনা সঞ্জয় রাউতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2022   শেষ আপডেট: 26/06/2022 7:46 a.m.
সঞ্জয় রাউত https://mobile.twitter.com/rautsanjay61/photo

বিদ্রোহী শিবিরের অন্য মন্ত্রীরা হলেন শম্ভুরাজ দেশাই, আবদুল সাত্তার এবং বাচ্চু কাডু

প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী শিন্দের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দলের জাতীয় কার্যনির্বাহী সেনার সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পেয়েছিলেন আগের দিন‌ই। শনিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) দাবি করেছেন যে একনাথ শিন্দে শিবিরের বিদ্রোহী মহারাষ্ট্রের মন্ত্রীরা ২৪ ঘন্টার মধ্যে তাদের পদ হারাবেন।

সন্ধ্যায় একটি মারাঠি নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় রাউত বলেন, "অপসারণ প্রক্রিয়া চলছে। গুলাবরাও পাতিল, দাদা ভুসে, সন্দীপন ভুমরে-এর মতো মন্ত্রীদের অনুগত শিবসেনার কর্মী বলে মনে করা হত, তারা ভুল পথ নিয়েছে এবং এর ফলস্বরূপ ২৪ ঘন্টার মধ্যে তাঁরা তাদের পদ হারাবে।" বিদ্রোহী শিবিরের অন্য মন্ত্রীরা হলেন শম্ভুরাজ দেশাই, আবদুল সাত্তার এবং বাচ্চু কাডু।

প্রসঙ্গত, ২০১৯ সালের নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে প্রহর জনশক্তি পার্টি ও শিবসেনার জোট ভেঙে পড়ে, যার পরে সেনা কংগ্রেস এবং এনসিপির সাথে হাত মিলিয়েছিল। রাউৎ জানান, যাদের হিন্দুত্বের সঙ্গে দূরদূরান্তে যোগাযোগ নেই তারা‌ও বেকার সামিল হয়েছে। ইতিমধ্যেই ইডির তদন্তের দাবি জানানো হয়েছে।