মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান, রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2022   শেষ আপডেট: 14/06/2022 10:04 p.m.
file image

আগামিকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনার জন্য অ-বিজেপি রাজনৈতিক দলগুলির বৈঠক হওয়ার কথা

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনের অ-বিজেপি শিবির থেকে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar)। তবে তিনি এদিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁর দলকে। এই আবহে আগামিকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনার জন্য অ-বিজেপি রাজনৈতিক দলগুলির বৈঠক হওয়ার কথা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন মমতা। প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ জুলাই ফলাফল ঘোষণা করা হবে।

বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ার। যদিও এনসিপি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী মনোনীত প্রার্থী হওয়ার প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করে দিয়েছেন, তবু বিশেষ সুত্রে খবর, বুধবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার নাম প্রস্তাব করতে পারেন। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অ-বিজেপি দলগুলিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে৷

গত সপ্তাহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২২ টি বিরোধী নেতা ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে অনুরোধ করেছিলেন আগামী ১৫ জুন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে মিটিংয়ে যোগ দেওয়ার জন্য। চিঠিতে মমতা লিখেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন সমস্ত প্রগতিশীল বিরোধী দলগুলির জন্য ভারতীয় রাজনীতির ভবিষ্যত গতিপথ নিয়ে আলোচনা করার এবং অখন্ড ভারত নির্মানের জন্য এই প্রয়াস। জানা গিয়েছে বৈঠকে যোগ দেবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সভাপতি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে-র টিআর বালু, শিবসেনার সুভাষ দেশাই, আরএলডির জয়ন্ত চৌধুরী এবং মেহবুবা মুফতি সহ প্রমুখেরা।