করোনা চিকিৎসার জন্য বন্ধক ছাড়াই পাঁচ লক্ষ টাকা ঋণ দেবে SBI !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2021   শেষ আপডেট: 14/06/2021 8:47 a.m.
-

এই ঋণ প্রকল্পের নাম 'কবচ পার্সোনাল লোন'

করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যপকতা প্রথমের থেকে অনেক বেশী ভয়াবহভাবে অনুভূত হয়েছে দেশজুড়ে। গত এপ্রিল-মে তে দৈনিক সংক্রমণের গ্রাফ শীর্ষে থাকলেও এখন তা অনেকটাই নিম্নমুখী। এমতাবস্থায় গ্রাহকদের সুবিধার্থে এক নতুন ঋণ প্রকল্পের ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। কোনো SBI গ্রাহক করোনা আক্রান্ত হলে বা তার পরিবারের কেউ আক্রান্ত হলে এবং হাসপাতাল চিকিৎসার প্রয়োজন হলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোভিড পার্সোনাল লোন পেতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ঋণ প্রকল্পের নাম দেয়া হয়েছে 'কবচ পার্সোনাল লোন'।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাঁড়া এই প্রসঙ্গে জানিয়েছেন, অনেক মানুষের চিকিৎসার জন্য এই ঋণ প্রকল্প সহায়তা করবে এবং যেকোনো সাধারণ গ্রাহক এই সুবিধা নিতে পারে। এই ঋণ প্রকল্পে বলা হয়েছে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাঙ্ক। ঋণ নেওয়ার জন্য কোনো প্রকার বন্ধক রাখার প্রয়োজন হবেনা। বার্ষিক ৮.৫ শতাংশ সুদের হার হবে। শোধ করতে হবে পাঁচ বছরের মধ্যে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, নতুন করে আক্রান্ত হবার ক্ষেত্রেই নয়, আগে চিকিৎসা হয়েছে এমন গ্রাহকও লোন নিতে পারেন। স্যালারিড, নন-স্যালারিড, এমনকি পেনশনভোগী গ্রাহকরাও পেতে পারেন এই সুবিধা।