'১৫ বছরের মধ্যেই তৈরি হবে অখন্ড ভারত, কেউ বাধা দিলে গুঁড়িয়ে দেওয়া হবে', তোপ মোহন ভাগবতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2022   শেষ আপডেট: 14/04/2022 6:18 p.m.
মোহন ভাগবত facebook.com/RSSOrg

একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে অখন্ড ভারতের চিন্তাধারা নিয়ে আবারও হুংকার দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

আর মাত্র ১৫ বছরের মধ্যেই তৈরি করা হবে অখন্ড ভারত। আর এই কর্মযজ্ঞের মাঝে যারা আসবে তাদেরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আজ কিছুটা এরকম ভাষাতেই হুংকার দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সংঘ চালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। যদিও বৃহস্পতিবার, শিবসেনার নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) এই মন্তব্যের বিরোধিতা করে বলেছেন, 'সবাই আপনার সঙ্গে আছে। কিন্তু ১৫ বছর নয়, ১৫ দিনে বানিয়ে দেখান।' হরিদ্দার এর একটি সভা থেকে মোহন ভাগবত হুংকার দিয়েছিলেন, 'কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অখন্ড ভারত তৈরি হবে। আরেকটু চেষ্টা করেছে তাহলে স্বামী বিবেকানন্দ বা ঋষি অরবিন্দের স্বপ্নের অখন্ড ভারত ১৫ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে। এটা কেউ আটকাতে পারবেনা। এই স্বপ্নপূরণের মাঝখানে যারা আসবে তাদেরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।'

তিনি আরো বললেন, 'শুধুমাত্র হিন্দু ধর্মই হল সনাতন ধর্ম। এই ধর্মকে আটকানোর চেষ্টা করা হয়েছে। এই ধর্ম কে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু চক্রান্তকারীরা সেটা করতে সক্ষম হয়নি। ভবিষ্যতেও আর কোনদিন সক্ষম হবে না।' ভাগবত আরো বললেন, 'ভারতের অগ্রগতি শুরু হয়ে গিয়েছে। বাকিদেরও ডাকছে ভারত। এখন এই ভারতকে আটকানো সম্ভব নয়। যারা এই কাজ করার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে। এই দেশ উন্নতির চূড়ায় পৌঁছাবে খুব শীঘ্রই।'

যদিও মোহন ভাগবতের এই মন্তব্যের পাল্টা তোপ দেগেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, 'প্রথমে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। তারপর পাকিস্তান শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ নিয়ে তৈরি হবে অখন্ড ভারত। কেউ আপনাদের আটকাচ্ছে না।' তারপরেই রাউত খোঁচা দিলেন, 'কিন্তু কথা দিন ১৫ দিনের মধ্যে এই কাজ সেরে ফেলবেন, ১৫ বছর সময় লাগাবেন না।'