করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, জানাল গবেষণা
সম্প্রতি ICMR ও ভারত বায়োটেক যৌথভাবে একটি গবেষণা করে এই তথ্য জানতে পারে
সম্প্রতি ভারতবাসীর কাছে ত্রাস নতুন মিউট্যান্ট করোনা স্ট্রেন। এই নতুন স্ট্রেনের সংক্রমণে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে দেশে। প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ মানুষ করোনাই আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে টিকাকরন প্রক্রিয়া চললেও সবার মনে একটাই প্রশ্ন ছিল যে পুরনো টিকা কি আদেও নতুন মিউট্যান্ট করোনা স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে? এর উত্তর দিল সম্প্রতি আইসিএমআর (ICMR) ও ভারত বায়োটেকের (Bharat Biotech)যৌথ উদ্যোগে করা একটি গবেষণা। গবেষণা দাবি করেছে, ভারতের তৈরি কোভ্যাক্সিন (Covaxin)করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন বা B.1.617 স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী।
জানা গিয়েছে, গবেষকরা মোট ২৮ জন মানুষের শরীর থেকে সেরাম গ্রহণ করেছিল যাদের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। এছাড়াও তারা ১৭ জনের শরীর থেকে সেরাম নিয়েছিল যারা পুরনো করোনা স্ট্রেনে আক্রান্ত হয়েছিল এবং সেরে উঠেছিল। তারপর জানা গিয়েছে যে কোভ্যাক্সিন নিলে নতুন স্ট্রেন খুব একটা কার্যকর হতে পারছে না। এই গবেষণার পর থেকে মানুষ আরও উৎসাহ নিয়ে ভারতে তৈরি ভ্যাকসিন ব্যবহার করতে পারবে যাতে তারা ভবিষ্যতে সুরক্ষিত থাকে।