আজ থেকেই শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণের রেজিস্ট্রেশন
কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন বিস্তারিত
দেশে করোনার নতুন সংক্রমণ হু হু করে বাড়ছে। গোটা দেশ এখন তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে। এরমধ্যেই আগামী ৩ জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের শুরু করে করোনার টিকাকরণ। আর আজ থেকেই কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বলে খবর। ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা এবার থেকে টিকা নিতে পারবেন। এবারে জেনে নেওয়া যাক কীভাবে নাম নথিভুক্ত করা যায় -
▪︎ প্রথমে কোভিডের সরকারি ওয়েবসাইট cowin.gov.in-এ যেতে হবে।
▪︎ তারপর তিনটি বিকল্পের যেকোন একটি বেছে নিতে হবে। প্রথমত, মোবাইল নম্বর ও ওটিপি। দ্বিতীয়ত, আরোগ্য সেতু অ্যাপ অথবা তৃতীয়ত, উমাং অ্যাকাউন্ট
▪︎ নাম রেজিস্ট্রেশন পর পছন্দের তারিখ, সময় নির্বাচন করতে হবে।
▪︎ এরপর টিকাকেন্দ্র নির্বাচন।
▪︎ এরপরেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
সরকারের তরফে জানানো হয়েছে ২০০৭ সালের মধ্যে বা তার আগে জন্মগ্রহণ যাঁরা করেছেন, তাঁরাই টিকা নিতে পারবেন। এক্ষেত্রে আধারকার্ড-সহ অন্যান্য পরিচয়পত্র গৃহীত হবে। পাশাপাশি দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডও গৃহীত হবে বলে খবর। ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণের ক্ষেত্রে কেবল কোভ্যাক্সিন দেওয়া হবে বলে খবর।