মন্দিরের নিচে সরযূর স্রোত, আইআইটির সাহায্যপ্রার্থী রামমন্দির নির্মাণ ট্রাস্ট
আইআইটির কাছে অনুরোধ আরো শক্তিশালী মডেল তৈরির
কাজ আগে থেকে প্রত্যাশিত গতিতে এগোচ্ছিল। তার মধ্যেই এলো একটি নতুন জট। এবারে অযোধ্যার রাম মন্দিরের নিচেই মিলল জল এবং বালি মাটির হদিস। ব্যাপারটি জানা মাত্রই সরাসরি যোগাযোগ আইআইটি এর সাথে। হয়ত এটা সকলেরই জানা, যে আগে অযোধ্যা দিয়ে বয়ে যেত ঐতিহ্যপূর্ণ সরযূ নদী। তবে আজ সেই নদী আগের থেকে অনেকটা পাল্টেছে। আগের মত আর তার গতিপথ নেই। তবে এই নদী কিন্তু আজও একইভাবে বর্তমান। সেটারই হদিস মিলল এদিন। তবে এই বালিমাটির উপরে এত বড়ো স্থাপত্য গড়ে তুললেও পরবর্তীতে এই স্থাপত্যে ধস নামার সম্ভাবনা প্রবল। তাই এবারে রামমন্দির নির্মাণের কাজে সরাসরি এলো একটি আশঙ্কার মেঘ।
বিষয়টি নজরে আসার সাথে সাথে দেশের ইন্ডিয়ান ইনস্টটিউট অফ টেকনোলজিগুলির সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তাদের অনুরোধ করা হয়েছে যাতে, মন্দিরের নিচে সরযূ নদীর স্রোত পাওয়ার ফলে নতুন একটি আরো মজবুত মডেল তৈরির। যদি এরকম মডেল না তৈরি করা যায়, তাহলে রাম মন্দির নির্মাণের কাজ ব্যাহত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মঙ্গলবার নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বাধীন কমিটির তরফে এই নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আইআইটিগুলিকে অনুরোধ করা হয় আরো শক্তিশালী মডেল প্রস্তুতের।