দেশের মানুষকে বিপদে ফেলে রেখে ভ্যাকসিন রপ্তানি কেনো করছেন, মোদিকে প্রশ্ন রাহুলের
প্রধানমন্ত্রী মোদীর টিকাকরন উৎসবকে কটাক্ষ করছেন রাহুল গান্ধী
মারন ভাইরাস কে হারাতে হবেই, কাটার জন্য আমাদের প্রধান অস্ত্র হওয়া উচিত আমাদের করোনা ভ্যাকসিন। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন টিকাকরন উৎসবের। আগামী ১১ থেকে ১৪ এপ্রিল তারিখে এই টিকাকরন কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন মোদি। আর তার আগেই মোদীর এই মন্তব্যকে খোঁচা মেরে একটি টুইট করে বসলেন রাহুল। তিনি বললেন, "টিকার সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কোনো উৎসব না।" রাহুল লিখলেন, "বাড়তে থাকা করোনার মধ্যে এই ভ্যাকসিনের ঘাটতি একটি বিরাট বড়ো সমস্যা সৃষ্টি করে দিয়েছে। আর এটা কোনো উৎসব না। দেশবাসীকে বিপদে রেখে আপনি যে টিকা রপ্তানি করে দিয়েছেন, সেটা কিন্তু ভালো হয়নি। আমাদের সবাইকে একসঙ্গে মিলে মহামারীকে হারিয়ে ফেলতে হবে।"
বৃহস্পতিবার দেশে বাড়তে থাকা করোনাভাইরাস এর পরিস্থিতি নিয়ে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি টিকা উৎসব চালু করার মত ঘোষণা করে দিয়েছেন। তবে এখনই কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেনি, একেরপর পর এক ঘটনা এসেই চলেছে ভারতে করোনাভাইরাসে। প্রায় প্রত্যেকদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে করোনা আক্রান্তের। এই সংখ্যাটা আর উদ্বেগজনক না, বরং ভয়াবহ বলাটাই ভালো। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি এবারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ফলে ভারতে সব মিলিয়ে করোনা ঘটনা একেবারেই ঊর্ধ্বমুখী।