"এত টাকা বাঁচিয়ে কি করবেন?", পেট্রোপণ্যের ১৮ পয়সা দাম হ্রাস প্রসঙ্গে কেন্দ্রকে টুইট খোঁচা রাহুলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 8:32 p.m.
রাহুল গাঁধী

সম্প্রতি দেশজুড়ে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ১৭-১৮ পয়সা হ্রাস পেয়েছে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মাত্রার মধ্যে থাকলেও বর্তমানে ভারতীয় বাজারে পেট্রোল ও ডিজেলের দাম লাফিয়ে বাড়ছে। কিছুদিন আগেই পেট্রোলের দাম সেঞ্চুরি স্পর্শ করতে চলেছিল। তবে সম্প্রতি দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দামে ১৭-১৮ পয়সা হ্রাস পেয়েছে। আসলে দেশজুড়ে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং আসামের প্রথম দফায় নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনকালে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা হ্রাস হওয়ার ঘটনা প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

রাহুল গান্ধী সম্প্রতি একটি টুইট করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পেট্রোপণ্যের দাম প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, "দেশের পাঁচটি রাজ্য নির্বাচন চলছে বলে হঠাৎ করে কেন্দ্র সরকার তেলের দাম কমেছে। তাও কত? ১৭-১৮ পয়সা। আমার প্রশ্ন, এত টাকা বাঁচিয়ে আপনারা করবেনটা কি?" রাহুল গান্ধীর এই টুইটের সমর্থন করেছেন নেটিজেনদের একাংশ। আবার অনেকেই রাহুল গান্ধীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তার টুইটের তলায় কমেন্ট করেছে।