"পরিযায়ী শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিক কেন্দ্র", টুইট করে জানাল রাহুল গান্ধী
গতকাল দুপুরে দিল্লির বাস স্ট্যান্ডগুলিতে পরিযায়ী শ্রমিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো
ভারতে ফের করোনা ভাইরাস সংক্রমণ সমস্যায় জর্জরিত। যার মিউট্যান্ট স্ট্রেন ভারতে দাবানলের মত ছড়িয়ে যাচ্ছে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। এমনকি কিছু কিছু রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাদের বাধ্য হয়ে লকডাউন বা কার্ফু ঘোষণা করতে হচ্ছে। দিল্লিতে মাত্রারিক্ত সংক্রমনের জেরে গতকাল রাত ১০ টা থেকে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। সেই কারণে গতকাল দুপুরে দিল্লির বাস স্ট্যান্ডগুলিতে পরিযায়ী শ্রমিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসলে হঠাৎ করে লকডাউন হওয়ায় গত বছরের মতোই ভয় পেয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা। তাই তারা বাড়ি ফেরার জন্য গতকাল দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালে ভিড় করেছিল।
করোনার মাঝে পরিযায়ী শ্রমিকদের অবস্থার কথা উল্লেখ করে কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের তোপ দেগেছে। আজ অর্থাৎ মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর উপদেশ দিয়েছে। তিনি টুইট করে লিখেছেন, "পরিযায়ী শ্রমিকরা ফের আবার তাদের নিজের বাড়িতে ফিরছে। এইমুহুর্তে কেন্দ্রীয় সরকারের কর্তব্য ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া। তবে সন্দেহ আছে যেই সরকার করোনা ছড়ানোর জন্য জনগনকে দায়ী তারা জন সহায়তা করবে কি?"