‘প্রধানমন্ত্রী গঙ্গায় ডুব দিতে পারলেও বেকারত্ব নিয়ে কথা বলতে পারেন না’, আমেঠি থেকে আক্রমণ রাহুলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/12/2021   শেষ আপডেট: 18/12/2021 5:55 p.m.
https://twitter.com/RahulGandhi

পদযাত্রায় রাহুলের সাথে উপস্থিত ছিলেন তাঁর বোন প্রিয়ঙ্কাও

একদিকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহাজাহানপুরে প্রধানমন্ত্রী (Prime minister) নরেন্দ্র মোদী (Narendra Modi) যখন সে রাজ্যের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন অন্যদিকে তখন সেই উত্তরপ্রদেশেরই আমেঠিতে (Amethi) কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মুখে শোনা গেল মোদী এবং কেন্দ্রের শাসকদলের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ। শনিবার আমেঠিতে প্রতিজ্ঞা পদযাত্রায় অংশগ্রহন করে বিমুদ্রাকরন (Demonetisation), জিএসটি (GST) এবং করোনা মহামারীতে (COVID-19 pandemic) কেন্দ্রীয় সরকারের ভুল ব্যবস্থাপনা-সহ একাধিক প্রসঙ্গ তুলে রাহুল বললেন, কেন্দ্রীয় সরকারের অপদার্থতা গরীব মানুষের উপরে দুর্দশার পর্বতরূপে পরিনত হয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মানুষ বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন। বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি সবথেকে গুরুতর সমস্যা। অথচ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যানাথ) এই বিষয়ে মুখ পর্যন্ত খোলেন না। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী গঙ্গায় ডুব দিয়েছেন, কিন্তু তিনি কখনই বেকারত্ব (unemployment) নিয়ে কিছু বলেন না। কেন্দ্র সরকার দ্বারা গৃহীত সিদ্ধান্তের তুলোধোনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া কিছু সিদ্ধান্তের জেরে মধ্যবিত্ত এবং গরীব মানুষেরা ভয়ঙ্কররূপে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর নেওয়া সিদ্ধান্তের ফলে বড় মাত্রায় বেকারত্বের সম্মুখীন হয়েছে ভারতীয়রা, এমনই মত রাহুলের।

পাশাপাশি এদিন আমেঠির মানুষদের কৃতজ্ঞতাও জ্ঞাপন করলেন রাহুল গান্ধী। বললেন, ২০০৪ সালে তিনি যখন প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন, তখন তিনি আমেঠি থেকেই প্রতিদ্বন্ধিতা করেছিলেন। আমেঠির মানুষজন তাঁকে রাজনীতি শিখিয়েছেন বলেও আমেঠিবাসীকে ধন্যবাদ জানান রাহুল।

এদিন রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী ভাডরাও (Priyanka Gandhi Vadra)। এদিন ‘জন জাগরণ অভিযান’ পদযাত্রায় নেতৃত্বও দিতে দেখা যায় দুজনকে।