মোদি শাহ দেশদ্রোহী, পেগাসাস ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ সমাবেশ করল কংগ্রেস
রাহুল গান্ধী ও অধীর চৌধুরীর নেতৃত্বে সংসদের বাইরে কংগ্রেস সাংসদরা বিক্ষোভে শামিল হন
পেগাসাস (Pegasus Spyware) ইস্যু নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল গোটা জাতীয় রাজনীতি। আজ অর্থাৎ শুক্রবার সংসদের বাইরে পেগাসাস ইস্যু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগের দাবি তুলে রাহুল গান্ধী (Rahul Gandhi) স্লোগান তুলে বলেছেন, "মোদির হুঁশ ফিরুক"। সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেন কংগ্রেস (Congress) সাংসদরা। রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর নেতৃত্বে একাধিক সাংসদ বিক্ষোভে শামিল হোন। রাহুল গান্ধী ইজরায়েলী স্পাইওয়্যারের অনৈতিক ব্যবহারের বিরুদ্ধে গলায় সুর তুলে বলেছেন, "যেই স্পাইওয়্যার বিভিন্ন দেশের সরকার জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করে থাকে তা ভারতে বিরোধীদের ওপর প্রয়োগ করা হচ্ছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।"
রাহুল গান্ধী আরও বলেছেন, "ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাস বিভিন্ন দেশের সরকার জঙ্গি নিধনের বা জঙ্গী গতিবিধি ট্র্যাক করার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু ভারতে তা বিরোধী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ওপর ব্যবহার করছে মোদি সরকার। আমার ফোন হ্যাক করা হয়েছিল। আমার কয়েকজন বন্ধুকে ফোন করে এই তথ্য জানানো হয়েছে। পুরো ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত পদত্যাগ করা উচিত। " প্রসঙ্গত উল্লেখ্য, একুশে শহীদ দিবসের মঞ্চে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। সেই বিদ্রোহী নৌকাতে চড়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রাহুল গান্ধী। এছাড়াও, শিবসেনা, ডিএমকে সাংসদরা আজ সংসদের বাইরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করেন।