রাফাল যুদ্ধবিমান চালাবেন মহিলা পাইলট
নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে অবনী চতুর্বেদী
২০১৮ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে যুদ্ধ বিমান চালিয়ে ইতিহাস তৈরি করেছিলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট অবনী চতুর্বেদী। আবার একটা ইতিহাসের হাতছানি ওঁর সামনে। প্রথম মহিলা হিসাবে যুদ্ধবিমান রাফালের পাইলটের সিটে বসতে চলেছেন তিনি।
আরও পড়ুন
আম্বালার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রেনে যোগ দিতে চলেছেন এই মুহূর্তে মিগ-২১ ফাইটার প্লেন চালানো এই পাইলট। আর যেহেতু গোল্ডেন অ্যারোজ রাফাল চালায় তাই খুব তাড়াতাড়ি অবনী কেও দেখা যাবে এই নতুন যুদ্ধ বিমানের পাইলট সিটে। সূত্রের খবর এই মুহূর্তে রাফাল চালানোর ট্রেনিং নিচ্ছেন তিনি।