ধন্যি মেয়ে! প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হিসেবে নতুন রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা মোহাইত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/05/2022   শেষ আপডেট: 06/05/2022 8:52 a.m.
https://instagram.com/priyankamohite11

ছোট থেকেই স্বপ্ন পর্বতারোহণ, মাত্র ২১ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয়, আর এবার কাঞ্চনজঙ্ঘা

ছোট থেকেই পাহাড়ে চড়াই তাঁর স্বপ্ন। পাহাড়-পর্বতের অমোঘ আকর্ষণ তাঁকে ঘরে থাকতে দেয়নি। উচ্চতা ছুঁতে, পর্বতের শৃঙ্গে পৌঁছাতে রাতদিন প্রচেষ্টা তাঁকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।

তিনি প্রিয়াঙ্কা মোহাইত (Priyanka Mohite)। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পাঁচ-পাঁচটি আট হাজার উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে ফেললেন। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা জয় করে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই রেকর্ড তৈরি করলেন।

উল্লেখ্য, এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন। আর সেই তালিকায় নতুন সংযোজন কাঞ্চনজঙ্ঘা। বৃহস্পতিবার সেই শৃঙ্গ জয় করে তিরিশ বছর বয়সী প্রিয়ঙ্কা তৈরি করলেন বিরল এক রেকর্ড।

ছোট থেকেই তাঁর পাহাড়ে চড়ার নেশা। ছোটবেলায় মহারাষ্ট্রের সহ্যাদ্রি পর্বতশ্রেণি জয় করে যাত্রা শুরু করেছিলেন। আর থামেননি। একের পর এক সাফল্য। ২০১৩ সালে মাত্র ২১ বছর বয়সে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ২০১৬-তে মাকালু, ২০১৮ সালে লোৎসে, ২০২১-এ অন্নপূর্ণা, আর এবার জিতলেন কাঞ্চনজঙ্ঘা। এমন ধন্যি মেয়ের কৃতিত্বে গর্ব অনুভব করছেন সকল ভারতবাসী।