৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে, দিল্লিতে ভারতীয় সেনার শক্তি প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2022   শেষ আপডেট: 26/01/2022 10:13 a.m.
twitter.com/ghatakoperator

কোভিড পরিস্থিতির জেরে অনুষ্ঠানে কাটছাঁট, জেনে নিন বিস্তারিত অনুষ্ঠানসূচি

আজ দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) সেজে উঠেছে দিল্লির রাজপথ। আর কিছুক্ষণ পরেই দিল্লির বিজয়চকে দেখা যাবে ভারতীয় সেনার কুচকাওয়াজ। কোভিড পরিস্থিতির কারণে এ বছর থাকছেন না কোন বিদেশি অতিথি। কোভিডের দু'টি টিকা নিয়েছেন প্রাপ্তবয়স্করা এবং একটি টিকা প্রাপ্ত ১৫ বছরের ঊর্ধ্বে পড়ুয়ারাই প্রজাতন্ত্র দিবসে অংশ নিতে পারবেন। কঠোর নিরাপত্তা বলয়ে দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমস্ত প্রস্তুতি তুঙ্গে।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সকাল সাড়ে দশটায় শুরু হচ্ছে মূল অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন। এ বছর ভারতীয় বায়ুসেনার ৭৫ টি বিশেষ বিমান তাদের শক্তি প্রদর্শন করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৮০ জন নৃত্যশিল্পী বন্দে ভারত নৃত্য প্রতিযোগিতায় অংশ নেবেন। সাধারণ মানুষ সরকারের পোর্টাল থেকে লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। এমনকী নাম রেজিস্টার্ড করে সবচেয়ে উল্লেখযোগ্য ট্যাবলোতে ভোট দিতেও পারবেন।

এক নজরে দেখে নিন আজকের অনুষ্ঠানসূচি :

▪︎সকাল ১০ টা ৫-এ ন্যাশনাল ওয়ার মিউজিয়ামে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

▪︎১০ টা ১৫-তে তিনি পৌঁছাবেন দিল্লির রাজপথে।

▪︎১০ টা ২১ নাগাদ সস্ত্রীক রাষ্ট্রপতির পৌঁছানোর কথা।

▪︎১০ টা ২৬-এ পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন।

▪︎১০ টা ২৮-এ জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামকে মরণোত্তর অশোকচক্র প্রদান।

▪︎১০ টা ৩০-এ বিমান বাহিনীর শক্তি প্রদর্শন। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি।

▪︎১১ টা ৪৪-এ কুচকাওয়াজের সমাপ্তি।