রাহুল গান্ধীর বাড়িতে প্রশান্ত কিশোর! মহাজোট তৈরীর জল্পনা তুঙ্গে
প্রশান্ত কিশোরের সাথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আজ বৈঠক করেছেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ের চাবিকাঠি ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor), এই নিয়ে দ্বিধার কোন জায়গা নেই। গেরুয়া শিবিরের পরাজয়ের রূপরেখা তৈরি করেছিলেন তিনি। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাড়িতে হাজির হন পিকে। তিনি রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) ও কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের (KS Venugopal) সাথে কথা বলেছেন। হঠাৎ করে রাহুল প্রশান্তের এই সাক্ষাৎকার চব্বিশের মহাজোট তৈরির সূচনা বলে মনে করছেন অনেকেই। আসলে প্রথমে শরদ পাওয়ার, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন রাহুল গান্ধীর সাথে বৈঠক করে পিকে বিজেপি বিরোধী মহাজোট প্রস্তুতির কাজ শুরু করছেন বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, পিকের সঙ্গে সাক্ষাত করার জন্য প্রিয়াঙ্কা গান্ধী তাঁর পাঞ্জাব সফর দুদিনের জন্য পিছিয়ে দিয়েছেন।
তবে আবার অনেকেই মনে করছেন চব্বিশে লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের রণকৌশল স্থির করতে রাহুল গান্ধী পিকেকে দায়িত্ব দিচ্ছেন। সূত্র মারফত জানা গিয়েছে আজকের বৈঠকের মূল বিষয় ছিল পাঞ্জাব কংগ্রেসের ডামাডোল অবস্থা। এই মুহূর্তে কংগ্রেস শাসিত পাঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর হয়ে কাজ করছেন পিকে। এই পরিস্থিতিতে সিধু অমরিন্দর গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেই হয়তো রাহুল গান্ধীর সাথে বৈঠক করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে প্রশান্ত কিশোর ও রাহুল গান্ধী একসঙ্গে কাজ করেছিলেন। আর সেই কাজেই পিকের ক্যারিয়ারে একমাত্র ব্যর্থতার দাগ কাটতে পেরেছিল।