Prashant Kishor: নিজের দল ঘোষণা কি সময়ের অপেক্ষামাত্র? প্রশান্ত কিশোরের ইঙ্গিতপূর্ণ টুইট
"গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার আর দেরি নেই" প্রশান্ত কিশোরের ইঙ্গিতপূর্ণ টুইট
কয়েক দিন ধরে জল্পনা ছিলই, এবার সেই জল্পনায় কার্যত শিলমোহর পড়তে চলেছে, এমনটাই অভিমত অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের। ভোটকুশলী থেকে কি এবার সরাসরি রাজনৈতিক জীবনে পদার্পণ করতে চলেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সোমবার সকালের একটি টুইটের পর থেকে কার্যত সেই জল্পনায় শিলমোহর দিতে চাইছেন ওয়াকিবহাল মহল।
সোমবার সকালে আইপ্যাকের কর্ণধার তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন। তিনি বলেছেন, "গত ১০ বছর ধরে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা চলল। তবে এ বার সরাসরি জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসে গেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার আর দেরি নেই।"
এরপর তিনি আরও বলেছেন, মানুষের আরও কাছে পৌঁছোতে 'জন সূরয' অর্থাৎ পিপলস্ গুড গভর্ন্যান্স জানা জরুরি। 'জন সূরয'-এর বাংলা তরজমা করলে দাঁড়ায় 'জনতার সূর্য'। তাহলে কি এবার ভোটকুশলী প্রশান্ত কিশোরের নতুন দল গঠনের সিদ্ধান্ত পাকা? এরপর আরও ইঙ্গিতপূর্ণ বক্তব্য, সবটার শুরু নিজের রাজ্য বিহার থেকেই। আর এই টুইটের পরেই ওয়াকিবহাল মহলের স্পষ্ট অভিমত, প্রশান্ত কিশোর নতুন দল গঠন করতে চলেছেন।
সম্প্রতি প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা তীব্র হয়ে উঠেছিল। যদিও সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। তারপরেই প্রশান্ত কিশোরের নতুন দল গঠনের প্রসঙ্গ সংবাদমাধ্যমে চাউর হতে থাকে। আর সোমবার সকালের এই ইঙ্গিতপূর্ণ টুইট ঘিরে কার্যত সেই জল্পনা আরও বাড়ল, বলছেন ওয়াকিবহাল মহল।