পাড়ার চায়ের দোকানেও এবার মিলবে ওয়াইফাই সংযোগ
অনুমোদন পেল কেন্দ্র সরকারের নতুন প্রকল্প
‘ডিজিটাল ইন্ডিয়া’র স্লোগান প্রায়ই শোনা যায় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের নেতা–মন্ত্রীদের মুখে৷ সেই দিকে আরও এক পা এগিয়ে অনুমোদন পেল ‘দ্য প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস’, সংক্ষেপে ‘পিএম–ওয়ানি’ প্রকল্প৷
এই প্রকল্পে গোটা দেশ বাঁধা পড়বে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে৷ বুধবার এই প্রকল্পটিকে অনুমোদন দিয়ে কেন্দ্র সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ জানান, পাড়ার চায়ের ছোট্ট দোকান থেকে মোড়ের মুদিখানা– সর্বত্র ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করবে সরকার৷ একটি অ্যাপ ডাউনলোড করে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে সেই ওয়াইফাই পরিষেবা৷ অর্থাৎ বিনামূল্যে দেশের দূরতম প্রান্তের মানুষটিও নিজেকে জড়িয়ে নিতে পারবেন ইন্টারনেটের জালে৷
প্রসঙ্গত, ভারতে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটি৷ তাদের মধ্যে অর্ধেকই ব্যবহার করেন স্মার্টফোন৷ ফলে ভারতে ‘ডিজিটাল বিপ্লবে’র সম্ভাবনা আরও উস্কে দিল কেন্দ্র সরকারের এই ‘পিএম–ওয়ানি’ প্রকল্প৷