Vehicle Scrappage Policy: দূষণমুক্ত হবে ভারত, নয়া নীতি ঘোষণা মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার নতুন যানবাহন বাতিল নীতি ঘোষণা করেছেন
ভারতে উপযুক্ত নয় এমন যানবাহন বাতিল করা নিয়ে দীর্ঘদিন ধরেই নতুন নীতি নির্ধারণের কাজ করছিল মোদি সরকার। অবশেষে আজ অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নতুন যানবাহন বাতিল নীতি (Vehicle Scrappage Policy) চালু করার ঘোষণা করলেন। তিনি ঘোষণার সময় দাবি করেছেন, "আগামী ২৫ বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েক বছরে দেশে অনেক ধরনের পরিবর্তন আসবে। তারই একটা পদক্ষেপ এই নতুন যানবাহন বাতিল নীতি। এই নীতি রাস্তা থেকে পুরনো ও দূষণ উদ্রেককারী যানবাহনকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। এরফলে দেশের প্রায় সব নাগরিকের জীবনে, সব শিল্প, সর্বত্র ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাবে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দেশের গতিশীলতা। আজকের দিনে সরকারের তরফে এই ধরনের সিদ্ধান্তের পেছনে রয়েছে ট্রাফিককে দূষণমুক্ত করা।"
এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, "আমাদের গোটা দেশে রাস্তায় চলার অনুপযুক্ত প্রায় ১ কোটি যানবাহন রয়েছে। রাস্তা থেকে অনুপযুক্ত গাড়িগুলিকে ধীরে ধীরে বিজ্ঞানসম্মতভাবে সরিয়ে নেওয়া হবে। দূষণ ছড়ানো গাড়িগুলিকে সরিয়ে দেশের পরিবেশকে বিশুদ্ধ করে তোলা হবে। গাড়ি কত পুরনো সেদিকে খেয়াল না করে গাড়িগুলির অবস্থা চলাচলের যোগ্য কিনা তা বিচার করা হবে।" প্রধানমন্ত্রী নীতি ঘোষণার শেষ পর্বে জানিয়েছেন যে এই নতুন যানবাহন বাতিল নীতি ভারতের উন্নয়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। তরুণ সম্প্রদায় ভারতের উন্নয়নের বিষয়ে অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করবে।